• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-৩৩

  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসায় ওয়াকফ করা জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর আগে গোল্লারপাড় এলাকার তিনজন এক একর পাঁচ শতাংশ জমি ইবতেদায়ী মাদরাসায় ওয়াকফ করে দেন। পরে মাদরাসাটি বন্ধ হয়ে সেখানে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

এই জমি নিয়ে মাদ্রাসার সভাপতি উসমান গনি ও সাধারণ সম্পাদক হাফেজ আলীর মাঝে ধারাবাহিক দ্বন্দ্বের এক পর্যায়ে উসমান গনির নেতৃত্বে কয়েকশ লোক হাফেজ আলী ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের ৩৩জন আহত হন। এসময় ভাঙচুর হয় কয়েকটি দোকান ঘর, বসতবাড়ি ও অটোরিকশা। সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ নিয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads